English Version
আপডেট : ১১ মে, ২০১৬ ১৭:৪৩

রিজার্ভ চুরি: কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কাজ করবে ফেড-সুইফট

অনলাইন ডেস্ক
রিজার্ভ চুরি: কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কাজ করবে ফেড-সুইফট

রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক (নিউইয়র্ক ফেড) ও আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ মে) সুইজারল্যান্ডে বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবিরের সঙ্গে ওই দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

নিউইয়র্ক ফেডের পক্ষ থেকে বৈঠক অংশ নেন ব্যাংকটির প্রেসিডেন্ট উইলিয়াম ডাডলি। ওই বৈঠকে রিজার্ভ চুরির পর এর প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপে বিস্তারিত তথ্য তুলে ধনের ৩ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এছাড়া প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপের বিষয়ে আলোচনা করেন তারা।

সুইফটের ওয়েবসাইটে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে ফেডারেল রিজার্ভ ও সুইফট কর্তৃপক্ষ। কার্যপ্রক্রিয়া স্বাভাবিক করতে একইসঙ্গে কাজ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে ওই প্রতিষ্ঠানগুলো।

রিজার্ভ চুরির ঘটনায় একসঙ্গে নির্দিষ্ট লক্ষ্যে কাজ করতে সম্মত হয়েছে আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো। এর পাশাপাশি চুরি যাওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধার, দুর্বৃত্তদের বিচারের আওতায় আনা এবং এ ধরনের আক্রমণ থেকে বৈশ্বিক অর্থনীতিকে রক্ষা করতে সম্মত হয়েছে তারা।