English Version
আপডেট : ৮ মে, ২০১৬ ১৫:৪১

আইসিটিতে বিনিয়োগ বাড়াতে হবে

অনলাইন ডেস্ক
আইসিটিতে বিনিয়োগ বাড়াতে হবে

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘২০২১ সালের মধ্যে আইসিটি খাতে ৫ বিলিয়ন ডলার লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে রপ্তানি বাড়াতে হবে। যতই রপ্তানি হবে ততই সঞ্চয় হবে। এ ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।’

রোববার (৮ মে) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রবৃদ্ধি অর্জন, নাগরিকদের ক্ষমতায়ন এবং তথ্য প্রযুক্তিখাত’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি জুনাইদ আহমেদ পুলক বলেন, আইসিটি বিভাগ দুটো ভাল প্রজেক্ট হাতে নিচ্ছে। একটি হচ্ছে ই-জুডিশিয়াল প্রকল্প। এর মাধ্যমে দেশের ৩০ লাখ মামলা জট কমানো হবে। অপর প্রকল্পটি হচ্ছে ই-গর্ভারনেন্স প্রকল্প। এর মাধ্যমে সরকারের সকল কাজ স্বয়ংক্রিয়ভাবে করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।