English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৭:১৩

জনগণের দরিদ্রবান্ধব এবারের বাজেট

এমএজামান
জনগণের দরিদ্রবান্ধব এবারের বাজেট

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘এবারের বাজেট জনগণের দাবি অনুযায়ী অবশ্যই দরিদ্রবান্ধব হবে। সরকার বাস্তবেই দরিদ্রদের কল্যাণে কাজ করে চলেছে।’

শনিবার (৭ মে) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘দরিদ্রবান্ধব, বাস্তবায়নযোগ্য, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজেট চাই’ শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা (২০১৬-১৭)’য় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্র- সুশাসনের জন্য প্রচারাভিযান এ আলোচনা সভা আয়োজন করে।

এম এ মান্নান বলেন, ‘জবাবদিহির ব্যাপারে সরকারের স্কোর ভাল। এখন লোহার গেটের মধ্যে আটকা থাকে না। বাজেট নিয়ে খোলামেলা আলোচনা হয়। আমরা দুর্নীতির চেয়েও অপচয়ে বেশি ভয় পাই। বাজেট বরাদ্দের অপচর রোধ করার উপায় খুঁজে বের করা জরুরি।’

অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে। তবে কত বাড়বে তা এখনই বলা যাচ্ছে না।’’

তিনি বলেন, ‘বাজেট সাধারণত একটি আপসের দলিল। অনেক আপসের মধ্য দিয়েই তৈরি হয় জাতীয় বাজেট। সক্ষমতাসহ অনেক সীমাবদ্ধতায় বহু প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন হয় না।’

সভায় আরও বক্তব্য দেন, জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাসের সভাপতি কর্নেল (অব.) শওকত আলী, বাংলাদেশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক এবং জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাসের সহ-সভাপতি কাজী রোজী, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ আব্দুল মজিদ, আয়োজক সংগঠনের জাতীয় পরিষদ সদস্য এম এ কাদের ও মঞ্জু রাণী প্রামাণিক।

সভাপতিত্ব করেন সুপ্রর চেয়ারম্যান আহমেদ স্বপন মাহমুদ।