English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৭:০৩

রিজার্ভ চুরির ইস্যু: আরসিবিসি সিইও লরেঞ্জো পদত্যাগ

অনলাইন ডেস্ক
রিজার্ভ চুরির ইস্যু: আরসিবিসি সিইও লরেঞ্জো পদত্যাগ

ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেঞ্জো তান পদত্যাগ করেছেন। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় তদন্তের মুখে ছিলেন লরেঞ্জো তান।

ব্যাংক কর্তৃপক্ষের এক বিবৃতির বরাত দিয়ে ফিলিপাইনের ডেইলি ইনকোয়ারার পত্রিকা শুক্রবার (৬ মে) এ তথ্য জানিয়েছে।

তবে হ্যাকিংয়ের মাধ্যমে ফিলিপাইনে পাচার করে নিয়ে যাওয়া বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির বিষয়ে সব ধরনের দায় থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে পাচার হয় ফেব্রুয়ারির শুরুর দিকে। গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্টের গোপন কোড ব্যবহার করে ১০১ মিলিয়ন মার্কিন ডলার তুলে নেয় দুর্বৃত্তরা।

চুরির এ টাকার ৮১ মিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয় ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখার চার বিশেষ অ্যাকাউন্টে। সেখান থেকে ক্যাসিনো জাংকেট ও ব্যবসায়ীদের অ্যাকাউন্ট হয়ে চলে যায় জুয়ার বোর্ডে।

বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরির বিপুল অঙ্কের এ টাকা ফিলিপাইনে এনে ভাগ-বাটোরোয়া করার অভিযোগে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের একটি মামলা দায়ের করে।

বাকি ২০ মিলিয়ন ডলার পাঠানো হয় শ্রীলঙ্কাভিত্তিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা শাকিলা ফাউন্ডেশনের নামে। কিন্তু প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় পেমেন্ট আটকে দেয় ব্যাংক কর্মকর্তারা।