English Version
আপডেট : ৩ মে, ২০১৬ ১৭:০৩

নৌ-যান ধর্মঘটে ক্ষতি শত কোটি টাকা

অনলাইন ডেস্ক
নৌ-যান ধর্মঘটে ক্ষতি শত কোটি টাকা

১৩ দিনের নৌ-যান ধর্মঘটে আর্থিক ক্ষতি পরিমান  শত কোটির টাকা বলে মনে করছেন ব্যবসায়ীরা। এ ক্ষতির কারণে দ্রব্যমূল্যের দাম বাড়বে। এই দাম বাড়াতে সাধারণ মানুষের উপরেই এর চাপ পরবে বলে জানান তারা।

ব্যবসায়ীরা আরও বলছেন, ধর্মঘট সময়ে খালাসের অপেক্ষায় থাকা জাহাজগুলোতে যেসব পণ্য ছিল, এগুলোর বেশীর ভাগই খাদ্যপণ্য। ধর্মঘটের ফলে এসব খাদ্য পণ্যের অধিকাংশই নষ্ট হয়ে গেছে বলে দাবি করছেন তারা। বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রথমে নৌ-যান শ্রমিকদের ধর্মঘট, পরে মালিকদের জাহাজ না চালানোর সিদ্ধান্তের কারণে টানা ১৩দিনে এ অচলাবস্থার সৃষ্টি হয়।

চট্টগ্রাম বন্দর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত বহির্নোঙরে ৬৫টি বড় জাহাজে আটকে ছিল ১৮ লাখ ৩১ হাজার টন পণ্য। এর মধ্যে রয়েছে সার, গম, অপরিশোধিত চিনি, ভোজ্যতেল, সিমেন্ট শিল্পের কাঁচামাল, রড তৈরির কাঁচামাল, ইটভাটায় ব্যবহারের কয়লা, পোলট্রি খাদ্যসহ ১৬ ধরনের পণ্য।

অথচ ১২ দিন আগে ধর্মঘট শুরু আগের দিন পর্যন্ত বহির্নোঙরে ৪৯টি বড় জাহাজে ১২ লাখ ৩০ হাজার টন পণ্য খালাসের অপেক্ষায় ছিল।