English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ১৪:৫৫

জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে প্রশ্ন বিশ্বব্যাংকের

অনলাইন ডেস্ক
জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে প্রশ্ন বিশ্বব্যাংকের

চলতি ২০১৫-১৬ অর্থবছরে সরকারের প্রাক্কলিত জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বব্যাংক। সংস্থাটির মতে, আগামী অর্থবছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৮ শতাংশ হতে পারে।

শনিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের স্থানীয় কার্যালয়ে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিমত ব্যক্ত করা হয়।

বিশ্বব্যাংক বলেছে, জিডিপি প্রবৃদ্ধির সরকারি হিসাব মেলানো যাচ্ছে না।

বাংলাদেশ সরকার বলছে, এ বছর জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে ৭.০৫ শতাংশ। কিন্তু এ বছর শুধু রফতানি ছাড়া অন্য কোনো সূচকই ভালো অবস্থানে নেই। তাহলে কীভাবে প্রবৃদ্ধি এত হবে।