English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ১৪:৪৮

বিদেশি জুতায় কর বাড়নোর দাবী

অনলাইন ডেস্ক
বিদেশি জুতায় কর বাড়নোর দাবী

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশের পাদুকা শিল্প ও শ্রমিকদের বাঁচাতে বিদেশি জুতায় কর বাড়াতে হবে।

শুক্রবার (২৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহান মে দিবসকে সামনে রেখে বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি এ সমাবেশ আয়োজন করে। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল তোপখানা রোড, পুরানা পল্টন হয়ে পুরান ঢাকার আলাউদ্দিন রোডে গিয়ে শেষ হয়।

পাদুকা শিল্প শ্রমিকের বাঁচার মতো মজুরি নির্ধারণের দাবি জানিয়ে সাইফুল হক বলেন, জুতা তৈরির কাঁচামাল ও পণ্যের ওপর ভ্যাট প্রত্যাহার, পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসেবে ঘোষণা ও পাদুকা শিল্পের জন্য আলাদা নগরী স্থাপন করতে হবে।

তিনি মে দিবসে পাদুকা শিল্পে সর্বাত্মক ছুটি ঘোষণা, পাদুকা শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ারও আহ্বান জানান।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকলেছুর রহমান, আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির সদস্য সচিব আবু হাসান টিপু, সাংস্কৃতিক আন্দোলনের সংগঠন এ্যাপোলো জামালী, বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক ফায়জুর রহমান মনির, পাদুকা শ্রমিক নেতা মো. ইমরান হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ, কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, নুর আলম, মো. সালমান, সোহেল আহমেদ, কামাল হোসেন, মুনির হোসেন, আনা হোসেন, মো. রিয়েল, জাকির হোসেন প্রমুখ।

সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আংগুর মিয়া।