English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৭:৫৩

ই-ক্যাবের নতুন সদস্য চালডাল

অনলাইন ডেস্ক
ই-ক্যাবের নতুন সদস্য চালডাল

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সদস্য হয়েছে ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকম (Chaldal.com)। ই-ক্যাবের ৪৪৪তম সদস্য হিসেবে এই অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হলো চালডাল।

চালডালের কো-ফাউন্ডার এবং চিফ অপারেটিং অফিসার জিয়া আশরাফ ই-ক্যাবের সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকতা পূর্ণ করেন। কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ই-ক্যাবের অফিসে এ সময় উপস্থিত ছিলেন, ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ, ই-ক্যাবের সদস্য ওমর শরীফ, নেয়ামত উল্লাহ মোহন এবং চালডালের প্রধান জনসংযোগ কর্মকর্তা আহসান রনি।

ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ বলেন, চালডাল ও ই-ক্যাব এক সাথে এ দেশের ই-কমার্সকে এগিয়ে নেওয়ার নানা উদ্যোগে অংশ নেবে।