English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৭:৩১

বিশ্ব ক্রেতাদের মন কেড়েছেন ওয়ালটন

অনলাইন ডেস্ক
বিশ্ব ক্রেতাদের মন কেড়েছেন ওয়ালটন

বিশ্ব ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করেছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। চীনের ক্যান্টন ফেয়ারে বিভিন্ন দেশের ক্রেতারা বেশ আগ্রহ দেখিয়েছেন ওয়ালটন পণ্যের। তাই ওয়ালটন কর্তৃপক্ষের প্রত্যাশা করেন, কিছুদিনের মধ্যেই মিলবে বিশাল অঙ্কের রপ্তানি আদেশ। কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ট্রেলিয়ার ওমেগা প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধিদল ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন। শিগগিরই তারা বড়সর টিম নিয়ে বাংলাদেশে আসছেন। তারা কারখানা পরিদর্শন করে অর্ডার দেবেন। আমেরিকার মিচা লুইচ কোম্পানির স্বত্বাধিকারী মিচাও ওয়ালটন কারখানা ভিসিট করবেন।

এ ছাড়া প্রতিবেশী দেশসমূহ, মধ্যপ্রাচ্য, আফ্রিকাসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে শিগগিরই রপ্তানি আদেশ পাওয়ার অপেক্ষায় আছে ওয়ালটন।

ক্যান্টন ফেয়ারকে বলা হয় দুনিয়ার সবচেয়ে বড় বাণিজ্য মেলা। চীনের গুয়াংজু শহরে বছরে দু’বার অনুষ্ঠিত হয় ওই মেলা। যদিও এর অফিসিয়াল নাম ‘চায়না এক্সপোর্ট ইমপোর্ট ফেয়ার’। প্রথমবারের মতো এতে অংশ নেয় ওয়ালটন।

১১৯তম আন্তর্জাতিক ক্যান্টন ফেয়ার চলে এপ্রিলের ১৫ থেকে ১৯ তারিখ পর্যন্ত। মেলায় প্রদর্শিত হয় ওয়ালটনের রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রিচার্জেবল ফ্যান, ইলেকট্রিক সুইস-সকেট, এলইডি বাল্ব, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার, এসিড লেড রিচার্জেবল ব্যাটারি ইত্যাদি।