English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৭:২৩

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্প্রেড চার শতাংশের নিচে

অনলাইন ডেস্ক
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্প্রেড চার শতাংশের নিচে

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদের হারের গড় ব্যবধান (স্প্রেড) চার শতাংশের নিচে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

দশম সংসদের দশম অধিবেশনে বুধবার (২৭ এপ্রিল) চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর) সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ-সংক্রান্ত প্রতিবেদন উত্থাপনকালে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

আবদুল মুহিত জানান, বিশেষায়িত ব্যাংকগুলোর আমানত ও ঋণের সুদের হারের গড় ব্যবধান ৩ শতাংশের নিচে নেমে এসেছে। সার্ভিকভাবে চলতি অর্থবছরের ডিসেম্বর মাসে ব্যাংকগুলোর স্প্রেড ৪.৮ শতাংশে নেমে এসেছে। যা গত বছরের একই সময়ে ছিল ৫.২ শতাংশ।

বাজারের চাহিদা ও সরবরাহের ভিত্তিতেই সাধারণত সুদের হার নির্ধারণ হয় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে আমানত ও ঋণের সুদের হার নিম্নগামী ছিল।

সুদের হারের এই নিম্নগতি বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন মুহিত।

চলতি অর্থবছরে ব্যাংকব্যবস্থার মাধ্যমে মোট ১৬ হাজার ৪০০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ডিসেম্বর পর্যন্ত ৮ হাজার ৭৫৬ কোটি টাকা কৃষি ঋণ বিতরণ করা হয়।

অর্থবছরের প্রথম ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়িত হয়েছে মোট বরাদ্দের ২৩ শতাংশ। ব্যয়ের হিসাবে যা দাঁড়ায় ২২ হাজার ৭৭৭ কোটি টাকা।