English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৫:১১

মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে

অনলাইন ডেস্ক
মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে

‘ধনী-দরিদ্র বৈষম্য কমিয়ে আনা’র ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। যারা মানুষকে নিয়ে কাজ করে, তাদের সঙ্গে সহমর্মিতা বাড়াতে হবে।’

মঙ্গলবার ঢাকার আগারগাঁও-এ পিকেএসএফ ভবনে দারিদ্র বিমোচনে তৃণমূল পর্যায়ে উদ্যেক্তাদের মধ্যে প্রযুক্তি হস্তান্তরের উদ্দেশ্যে পিকেএসএফ এবং ‘ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’(আইডিইবি)-এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খলীকুজ্জমান বলেন, ‘যত সমালোচনায় থাকুক, দেশে কৃষি শ্রমিকের মজুরি বেড়েছে। এখন একদিনের মজুরিতে ১০/১১ কেজি চাল কেনা যায়। আগে একদিনের মজুরীতে ৩ সাড়ে তিন কেজির বেশী চাল কেনা যেত না। কৃষি কীভাবে বিকশিত হয়েছে, তা না দেখলে বোঝা যাবে না। তবে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এখন সামাজিক উন্নয়ন দরকার।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদ, পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল করিম প্রমুখ।