English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৪:২৪

ইন্টারনেটে ভ্যাট মওকুফ দাবি জানান এমটব

নিজস্ব প্রতিবেদক
ইন্টারনেটে ভ্যাট মওকুফ দাবি জানান এমটব

ইন্টারনেট ও মডেমের ওপর ভ্যাট মওকুফের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সঙ্গে ২০১৬-১৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটির পক্ষ থেকে থেকে এ প্রস্তাব করা হয়। আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

সংগঠনটির সাধারণ সম্পাদক টি আই এম নুরুল কবির বলেন, বর্তমানে ইন্টারনেট-মডেম ব্যবহারের জন্য ১৫ শতাংশ ভ্যাট দিতে হয়। এ ভ্যাট প্রত্যাহার করা হলে জনগণের কাছে ইন্টারনেট আরও সহজলভ্য হবে। এতে অপারেটরদের আয় ও তথ্য-প্রযু্ক্তির প্রসার বাড়বে।

এছাড়া এমটবের অন্যান্য দাবিগুলোর মধ্যে টেলিযোগাযোগ শিল্পের জন্য ব্যবসায়িক ক্ষতির জের ১০ বছর পর্যন্ত বাড়ানো, ব্যবসা প্রসারে সিম-রিম এর সাবসিডি কর বিয়োজনযোগ্য ব্যবসায়িক খরচ হিসেবে অনুমোদন করা এবং সিম-রিম কার্ড ও ক্র্যাচ কার্ডের ট্যারিফ মূল্য কমানোসহ নানা প্রস্তাব করা হয়।

এসময়ে মোবাইল অপারেটরদের কাছে যে বকেয়া রাজস্ব রয়েছে আলাপ-আলোচনার মাধ্যমে তা পরিশোধের আহ্বান জানান নজিবুর। এসব অর্থ জনকল্যাণে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।

আলোচনায় এমটবের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।