English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৩:৪৭

কিশোরগঞ্জের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ

অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জের অবকাঠামো উন্নয়নে উদ্যোগ

কিশোরগঞ্জে তেরটি উপজেলায় অবকাঠামো উন্নয়নে একটি প্রকল্প হাতে নিতে যাচ্ছে সরকার। উপজেলাগুলো হলো- করিমগঞ্জ, নিকলি, ইটনা, সদর, হোসেনপুর, অষ্টগ্রাম, মিঠাইন, ভৈরব, তাড়াইল, কটিয়াদি, পাকুন্দিয়া, কুলিয়াচর ও বাজিতপুর। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৪৭ কোটি ২৪ লাখ টাকা।

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্বের অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় কিশোরগঞ্জের ১৩ টি উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়ন, সড়কের ওপর ব্রিজ ও কালভার্ট নির্মাণ, সড়কে মাটির কাজ ও রক্ষাণাবেক্ষণের কাজ করা হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে গ্রামীণ পরিবহন নেটওয়ার্কে উন্নয়ন এবং স্বল্প-মেয়াদী ও দীর্ঘ-মেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এছাড়া কৃষি ও অ-কৃষি পণ্য উৎপাদন ও বাজারজাতকরণেও সহায়ক হবে আশা করছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।