English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১২:৩৩

সেরা করদাতা ৩০৩ জনকে সন্মাননা দেবে এনবিআর

অনলাইন ডেস্ক
সেরা করদাতা ৩০৩ জনকে সন্মাননা দেবে এনবিআর

সেরা করদাতা হিসেবে এবার ৩০৩ জনকে সন্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি মাসে আনুষ্ঠানিকভাবে ২০১৪-১৫ করবর্ষে সেরা ৩০৩ করদাতার হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হবে।

রোববার (২৪ এপ্রিল) সচিবালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট মতবিনিময় সভায় এ কথা জানান এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

চেয়ারম্যান বলেন, এত দিন ১০১ জন সেরা করদাতাকে পুরস্কৃত করা হতো। কর প্রদানে ব্যক্তি করদাতাদের উদ্বুদ্ধ করতে এবার ৩০৩ জনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে সারাদেশ থকে ১০১ জন, নারী উদ্যোক্তাদের মধ্য থেকে ১০১ জন এবং তরুণ উদ্যোক্তাদের মধ্য থেকে ১০১ জনকে সেরা করদাতার পুরস্কার দেওয়া হবে। আগামীতে প্রতিটি পেশা থেকেই সেরা করদাতা নির্বাচন করা হবে বলেও জানান তিনি।

সরকারি বিজ্ঞাপনের বিষয়ে নজিবুর রহমান বলেন, আগামীতে সরকারি বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী রাখা হবে না। অর্থাৎ কোনো এজেন্ট ছাড়াই সরাসরি পত্রিকা বা মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া হবে।