English Version
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৬ ২১:১৯

রিজার্ভ চুরি: জাতির স্বার্থেই অর্থমন্ত্রীর ব্যাখার দাবি

অনলাইন ডেস্ক
রিজার্ভ চুরি: জাতির স্বার্থেই অর্থমন্ত্রীর ব্যাখার দাবি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লোপাটের ঘটনায় সংসদে জাতির স্বার্থে অর্থমন্ত্রীর বিশদ ব্যাখা দাবি করছেন পিরোজপুর-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। দশম জাতীয় সংসদের দশম অধিবেশনে রোববার রাতে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

রুস্তম আলী ফরাজী বলেন, অর্থমন্ত্রী এর দায়িত্বে আছেন। তাকেই এ ব্যাপারে বিশদ ব্যাখ্যা দিতে হবে। তিনি এটা নিয়ে ক্ষুব্ধ, আমরা জানি। কিন্তু জাতিকে তো আশ্বস্ত করতে হবে। আমরা কতদিনের মধ্যে চুরি হওয়া রিজার্ভ ফিরে পাব।

অর্থ লোপাটে বিসমিল্লাহ গ্রুপসহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আজকে তদন্ত রিপোর্ট আমরা এখনো জানি না। তদন্ত প্রতিবেদনে ভাল-মন্দ কিছু একটা বের হবে? আমি মনে করি, বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের এখানে দুর্বলতা আছে? তাদের কম্পিউটার সিস্টেম, সার্ভার সিস্টেম সেগুলোতে কীভাবে আরেকজন হ্যাক করল?

এখানে তো ফায়্যারওয়াল নামে প্রকেটশন ব্যবস্থা থাকে? সেখানে তারা কি করে ঢুকল? তা আমরা বুঝতে পারি না? তাই এটার জন্য অর্থমন্ত্রীর ব্যাখ্যা দেওয়া দরকার।

স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, সেদিন ছিল বৃহস্পতিবার। ৪ ফেব্রুয়ারি রাত ১২টার পরদিন শুক্রবার কারা অফিসে গেল। কারা কম্পিউটার নাড়াচাড়া করেছে। এটা অবশ্যই তদন্ত করে দেখতে হবে।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনরসহ অন্যান্যদের সরিয়ে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের এই টাকা আনার ব্যবস্থা করতে হবে। ইতোমধ্যে সে পরিবেশ তৈরি হয়েছে। প্রয়োজন হলে এর সাথে যেই বিদেশীরা জড়িত তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণে ইন্টারপোলের সহায়তা নিতে হবে। বাংলাদেশের আইন এবং তাদের আইনের সামঞ্জস্য করতে হবে।’