English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৮:০০

রিজার্ভের চুরির জড়িতদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
রিজার্ভের চুরির জড়িতদের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি সঙ্গে জড়িত কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে ফিলিপাইনের একটি আদালত। এবং অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) ট্রেজারার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাউল ভিক্টর পদত্যাগ করেছেন। ফিলিপাইনের সংবাদমাধ্যমগুলো জানায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির সঙ্গে জড়িত কয়েকটি ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আগামী ২০ দিনের জন্য স্থগিতের আদেশ দিয়েছে ম্যানিলা রিজিওনাল ট্রায়াল কোর্ট। বুধবার (২০ এপ্রিল) প্রকাশিত আদেশে ফিলিপাইন ন্যাশনাল ব্যাংকে (পিএনবি) কিম অংয়ের ৪.৪৬ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট, একই ব্যাংকে ক্যাসিনো অপারেটর ইস্টার্ন হাওয়াই লেইজার কোম্পানি লিমিটেডের ৫.৭৪ মিলিয়ন পেসোর অ্যাকাউন্ট এবং আরসিবিসিতে ব্যবসায়ী উইলিয়াম গোর নামে থাকা ১৯ হাজার ৯৮৩ পেসোর অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেয়া হয়েছে। ফিলিপাইনের মুদ্রা পাচার প্রতিরোধ কাউন্সিল-এএমএলসি কিম অং, ইস্টার্ন হাওয়াই ও গোর বিরুদ্ধে জালিয়াতির মামলা করার পর সম্পদ জব্দের এ আদেশ দেয় আদালত।
 
আগামী ২ মে এ বিষয়ে শুনানির দিন রাখা হয়েছে। ফিলিপাইনের ক্যাসিনো ব্যবসায়ী কিম অং ওই অর্থের যে অংশ এরই মধ্যে দেশটির এএমএলসি-কে ফেরত দিয়েছেন তাও সম্পদ জব্দের এ আদেশের আওতায় রয়েছে। এদিকে অর্থ চুরির ঘটনায় আরেক সন্দেহভাজন ফিলিপাইনের আরসিবিসি'র ট্রেজারার ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট রাউল ভিক্টর তান পদত্যাগ করেছেন। যদিও পদত্যাগের কারণ প্রকাশ করা হয়নি। রাউলের পদত্যাগের বিষয়টি বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ফিলিপাইন স্টক এক্সেচেঞ্জের মাধ্যমে জানতে পারে। বুধবার থেকে এ পদত্যাগ কার্যকর হয়েছে। ভারপ্রাপ্ত ট্রেজারার হিসেবে রাউলের স্থলাভিষিক্ত হয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কার্লোস চেজার মেরকাদো।