English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৬:২৫

অনিয়ম-দুর্নীতি বন্ধে কেন্দ্রীয় ব্যাংকে আরও স্বচ্ছ হতে হবে

অনলাইন ডেস্ক
অনিয়ম-দুর্নীতি বন্ধে কেন্দ্রীয় ব্যাংকে আরও স্বচ্ছ হতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ব্যাংকিং খাতের অনিয়ম-দুর্নীতি বন্ধে বাংলাদেশ ব্যাংকের তদারকিসহ নিয়ন্ত্রণ আরও স্বচ্ছ হতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে  তিনি এ কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ বৈঠক আয়োজন করে।

রাজনীতি ঢুকলে ব্যাংকিং সেক্টর ভালো থাকতে পারে না মন্তব্য করে ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, রাজনীতি স্বচ্ছ না হলে কিছুই ঠিক হবে না।

ব্যাংকগুলোকে তাদের নিয়মের পরিপালন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিয়ম পরিপালনের ব্যাপারে সচেষ্ট না হলে সারাজীবনেও অনিয়ম-দুর্নীতি বন্ধ হবে না।

ব্যাংকের আইটি সেক্টরের বিষয়ে সালেহ উদ্দিন বলেন, শুধু আইটি মেশিন হলেই হবে না। এসব সেক্টরে দক্ষ ও সৎমানুষের দরকার। এগুলো চালানো লোকদের দক্ষ করে তুলতে হবে।

ব্যাংকের মনোভাব পরিবর্তন করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকগুলোকে যথাসময়ে ঋণ দিতে হবে। ঋণ কার্যক্রম এবং টার্গেটগুলো ফুলফিল হচ্ছে কিনা, তা দেখতে হবে।

এসময় ব্যাংকিং খাতের অনিয়ম-দুর্নীতি বন্ধে অতি দ্রুত ও দৃশ্যমান বিচারের দাবি জানান এ অর্থনীতিবিদ।

গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জা আজিজুল ইসলাম, পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রমুখ।