English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৫:৩৫

অর্থ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পরই প্রকাশ হবে

অনলাইন ডেস্ক
অর্থ চুরির পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পরই প্রকাশ হবে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই তা প্রকাশ করা হবে।

রাজধানীর গুলশানে লাইলা টাওয়ারে বৃহস্পতিবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।

বহুজাতিক কর, নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার হাউজ কুপারস (পিডব্লিউসি) বাংলাদেশ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উদ্বোধনের পর পিডব্লিউসি বাংলাদেশের কার্যালয় ঘুরে দেখেন অর্থমন্ত্রী। এরপর কার্যালয় থেকে বেড়িয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, ‘রিপোর্টটি আমি পড়ি নাই। রিপোর্ট বের হবে আফটার দ্য ফাইনালাইজেশন অব রিপোর্ট।’

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্তর্বর্তীকালীন প্রতিবেদন সরকারের কাছে বুধবার (২০ এপ্রিল) জমা দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন অর্থমন্ত্রীর কাছে ওই প্রতিবেদন জমা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক ও যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলে। এ ছাড়া পিডব্লিউসি বাংলাদেশের চেয়ারম্যান দীপক কাপুর, ম্যানেজিং পার্টনার মামুন রশিদ, পরিচালক অভিজিত মুখার্জি উপস্থিত ছিলেন।