English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৫:১৯

রিজার্ভ চুরির উদ্ধার অর্থ জুনের মধ্যে ফেরত

অনলাইন ডেস্ক
রিজার্ভ চুরির উদ্ধার অর্থ জুনের মধ্যে ফেরত

বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি উদ্ধার অর্থ চলতি বছরের জুনের মধ্যে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন ফিলিপাইনের সিনেট প্রেসিডেন্ট প্রো টেম্পোরে র‍্যাল্ফ রেক্টো।

ফিলিপাইনের দৈনিক পত্রিকা দ্য ইনকোয়ারারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিনেট প্রেসিডেন্টের বরাত দিয়ে এতে আরও জানানো হয়েছে, আগামী ৩০ জুন পদত্যাগ করতে যাচ্ছেন ফিলিপাইনের বর্তমান প্রেসিডেন্ট অ্যাকুইনো। আর এ সময়ের মধ্যে রিজার্ভ চুরির উদ্ধার অর্থ ফেরত দেওয়া হতে পারে।

এক বিবৃতিতে রাল্ফ রেক্টো বলেন, এটা আমাদের জাতীয় সময়সীমা হওয়া উচিত। চুরি হওয়া অর্থের মধ্যে যেগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে তা দ্রুত সঠিক মালিকের কাছে ফেরত দেওয়া হবে। প্রেসিডেন্ট অ্যাকুইনো ব্যক্তিগত জীবনে যাওয়ার আগেই এর সমাধান করতে চাই আমরা।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সঙ্গে জড়িত সব ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন আগামী ২০ দিনের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে ফিলিপাইনের একটি আদালত।

কিম অং, ইস্টার্ন হাওয়াই ও গোর বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছিল ফিলিপাইনের মুদ্রাপাচার প্রতিরোধ কাউন্সিল (এএমএলসি)। এরপরই এর সঙ্গে সম্পৃক্ত সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের আদেশ দেয় আদালত। আগামী ২মে এই বিষয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।