English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৩:৫০

যুক্তরাষ্ট্র -কানাডা সফরে গেলেন আমু

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র -কানাডা সফরে গেলেন আমু

ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে আন্তর্জাতিকভাবে অনুসৃত উৎকৃষ্ট নীতি কৌশল সরেজমিনে পরিদর্শনসহ মতামত দেবার জন্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেছেন।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মন্ত্রী বুধবার (২০ এপ্রিল) ভোরে এ লক্ষ্যে ঢাকা ত্যাগ করেছেন।

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়িত ‘উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাসে সমন্বিত সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সফর আয়োজন করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান আনোয়ারুল আলম, সিনিয়র সহকারী সচিব কামরুল হাসান ও মন্ত্রীর সহকারী একান্ত সচিব এ.এফ. মাহমুদ প্রতিনিধিদল অন্তর্ভুক্ত রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিনিধিদল ২৪ এপ্রিল পর্যন্ত কানাডায় এসএমই এডুকেশন ফাউন্ডেশন, ডেভলপমেন্ট ব্যাংক অব কানাডা, বিশ্ব ব্যাংকের মন্ট্রিল ব্রাঞ্চ, কানাডা বিজনেস অনটারিওসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এসএমই উন্নয়ন সম্পর্কিত কার্যক্রম প্রত্যক্ষ করবেন।

কানাডা থেকে তারা ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাবেন। সেখানে তারা ম্যাসাচুসেটস স্টেটের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ কার্যালয়, বাণিজ্য উন্নয়ন দপ্তর, নিউইর্য়ক সিটির ক্ষুদ্র ব্যবসায় সেবা কেন্দ্র, যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র ও ব্যবসা ও শিল্প প্রশাসন দপ্তর, বোস্টনের আর্থিক ব্যবস্থাপনা ইন্সটিটিউট পরিদর্শন করবেন। তারা এসব প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এসএমই বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর ফলে কানাডা ও যুক্তরাষ্ট্রের এসএমইখাতে অনুসৃত আন্তর্জাতিক উৎকৃষ্ট চর্চা সম্পর্কে ধারণা লাভ, এসএমই উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর কাজের ধরণ, সাংগঠনিক কাঠামো, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ইত্যাদি সম্পর্কিত হালনাগাদ তথ্য সম্পর্কে জানা যাবে।

এ ছাড়া দেশ দু’টি জাতীয় এসএমই নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া, বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি, এসএমই উদ্যোক্তাদের প্রদত্ত আর্থিক ও অন্যান্য সুবিধার ধরণ, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএমই ঋণ প্রদানের নীতিমালা, এসএমইখাতে উদ্ভাবনী উদ্যোগে পৃষ্ঠপোষকতা প্রদান, নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে অনুসৃত বিশ্বমানের সেবা সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া যাবে।

এ সফর বাংলাদেশের জন্য একটি আধুনিক ও   বাস্তবমুখী এসএমই নীতি কৌশল প্রণয়নে বিশেষভাবে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে। 

শিল্পমন্ত্রী নেতৃত্বে প্রতিনিধিদলের আগামী ৪মে দেশে ফেরার কথা রয়েছে।