English Version
আপডেট : ২০ এপ্রিল, ২০১৬ ১৫:৪৭

যৌথ উদ্যোগে আইনিভাবে অর্থ ফিরিয়ে আনা হবে

অনলাইন ডেস্ক
যৌথ উদ্যোগে আইনিভাবে অর্থ ফিরিয়ে আনা হবে

ফিলিপাইনের সাথে যৌথ উদ্যোগে আইনি সহায়তার মাধ্যমে চুরি অর্থ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা। মঙ্গলবার (১৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শুভঙ্কর সাহা বলেন, অর্থ চুরির বিষয়টি ফিলিপাইন ‘প্রসিড অব ক্রাইম’ হিসেবে বিবেচনা করছে। আর এর সুবিধাভোগী বাংলাদেশ। ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত অর্থ আদায়ে কাজ করছেন। তাকে সহায়তা করছে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল।

ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস’-এর সাথে বাংলাদেশ ব্যাংকের আলোচনা হয়েছে। প্রয়োজনে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিসটেন্সের মাধ্যমে কিছু করা গেলে তা করা হবে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, আইনি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলে বাংলাদেশ ব্যাংক নেবে। সব দিক খতিয়ে দেখতে টাকা ফিরিয়ে আনার জন্য যা যা প্রয়োজন তা করা হবে।