English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ১৮:৫১

চা আমদানিতে শুল্ক রাড়ানোর দাবী

অনলাইন ডেস্ক
চা আমদানিতে শুল্ক রাড়ানোর দাবী

সস্তা ও নিম্ন মানের চা আমদানি রোধ করতে সম্পূরক শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ চা সংসদ। চা আমদানিতে বর্তমানে সম্পূরক শুল্ক (এসডি) ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩২ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৮ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে কৃষি ও রাসায়নিক খাত সংশ্লিষ্টদের সঙ্গে এনবিআরের প্রাক বাজেট আলোচনায় সংগঠনটি এ দাবি জানায়।

আলোচনা সভায় বাংলাদেশ চা অ্যাসোসিয়েশনের সেক্রেটারি কাজী মুজাফ্ফর আহমেদ বলেন, গত বছর সস্তা দামে ১৫.৮৩ মিলিয়ন কেজি চা আমদানির কারণে চট্টগ্রামে চায়ের নিলাম মূল্য উৎপাদন খরচেরও নিচে নেমে আসে।

ফলে দেশীয় চা উৎপাদকারী ও চা শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সস্তা চা আমদানি নিয়ন্ত্রণে বর্তমান সম্পূরক শুল্ক (এসডি) ২০ শতাংশ থেকে বাড়িয়ে ৩২ শতাংশ করা হোক।

তিনি বলেন, সম্পূরক শুল্ক বাড়ানো হলে দেশে চা শিল্পে নিয়োজিত ১ লাখ ৩০ হাজার শ্রমিক ও তাদের উপর নির্ভরশীল সাড়ে ৪ লাখ মানুষের ভরণ-পোষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। কারণ নিম্ন মানের চা আমদানি নিয়ন্ত্রিত হলে ভোক্তাস্বার্থ সংরক্ষিত হবে।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান আলোচনা সভায় সভাপতিত্ব করেন।