English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ১৬:০৬

ইসলামি ব্যাংকের মুনাফার সীমা নির্ধারন

অনলাইন ডেস্ক
ইসলামি ব্যাংকের মুনাফার সীমা নির্ধারন

পুনঃঅর্থায়ন তহবিলের অধীনে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ইসলামি শরিয়াহ্ ভিত্তিক অর্থায়নের বিপরীতে গৃহীত মুনাফার হারের (মার্কআপ) সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার ১ে৭ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।

সার্কুলার অনুসারে,সীমা বেঁধে দেয়ার ফলে এখন থেকে প্রচলিত ব্যাংক হার ও মুদারাবা সঞ্চয়ী হিসাবের গড় মুনাফার হারের যোগফলের চেয়ে বেশি মুনাফা আদায় করা যাবে না।

কৃষিভিত্তিক শিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা (নারী উদ্যোক্তাসহ) এবং ‘কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা’ খাতে ইসলামি শরিয়াহ্ ভিত্তিক অর্থায়নে বিপরীতে পুনঃঅর্থায়ন তহবিল” এর আওতায় ‘স্মল এন্টারপ্রাইজ খাতে অর্থায়নের গ্রাহক পর্যায়ে বিনিয়োগের বিপরীতে গৃহীত মুনাফার হার বা মার্কআপ প্রচলিত ব্যাংক হার ও মুদারাবা সঞ্চয়ী হিসাবের গড় মুনাফার হার এর যোগফলের চেয়ে বেশি হবে না।

আগে এ সংক্রান্ত সার্কুলারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আদায়কৃত মুনাফার হার সর্বনিম্ন পর্যায়ে রাখতে বলা হয়।