English Version
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৬ ১৫:১১

ওয়ালটন পণ্যে বিদেশী ক্রেতাদের সাড়া

অনলাইন ডেস্ক
ওয়ালটন পণ্যে বিদেশী ক্রেতাদের সাড়া

চীনের গুয়াংজু শহরে পণ্যমেলা ক্যান্টন ফেয়ারে ওয়ালটন গ্রুপের মেগা প্যাভিলিয়নে বিদেশী ক্রেতাদের মধ্যে সাড়া পরেছে।  বাংলাদেশের ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন তারা। ওয়ালটন পণ্যের গুনগত মান, ডিজাইন ও কালার এবং মূল্য সাশ্রয়ী হওয়ায় তারা পণ্য আমদানির ব্যাপারে আগ্রহী। কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ এপ্রিল শুরু হওয়া এ মেলায় আন্তর্জাতিক জোনে স্থাপন করা হয়েছে ওয়ালটন মেগা প্যাভিলিয়ন। এছাড়া মেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে ওয়ালটনের জায়ান্ট বিলবোর্ড। বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ওয়ালটন পণ্য তৈরির উপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র এবং ওয়ালটনের বিজ্ঞাপন চিত্র।

মেলার প্রথম দিন থেকেই ওয়ালটন প্যাভিলিয়নে ছিলো ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। এবারের মেলায় ২শটিরও বেশি দেশ থেকে ৩ লাখের বেশি বিদেশি ক্রেতা অংশ নিচ্ছে। সেইসঙ্গে চীনের ক্রেতারাতো আছেনই।

এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার পাশাপাশি ওয়ালটন পণ্য নিয়ে এবার আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। মেলায় ওয়ালটন নিয়ে এসেছে সর্বাধুনিক ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। রফতানির জন্য তৈরি বিশেষ ডিজাইনের এই ফ্রিজগুলোর প্রতি ক্রেতাদের বাড়তি আগ্রহ দেখা গেছে।

মেলায় আসা আন্তর্জাতিক ক্রেতারা প্রধানত দেখছেন কার পণ্যের মান কত ভালো, সেটা কত কম দামে কেনা যাচ্ছে। এই বিষয়টিই আশা জাগাচ্ছে ওয়ালটনকে। কারণ পণ্যের মাথাপিছু উৎপাদন মূল্যে অনেকটাই এগিয়ে আছে ওয়ালটন। মান নিয়েও ক্রেতারা সন্তুষ্ট। আর তাই ওয়ালটন টিভি, হোম এ্যাপ্লায়েন্সেস, সুইচ-সকেট, বাল্ব এসব নিয়েও তাদের আগ্রহ লক্ষ্য করা গেছে।

বিশ্বের বৃহত্তম এই মেলায় ওয়ালটনকে দেখে বাংলাদেশীরা উচ্ছ্বসিত। উল্লেখ্য, ক্যান্টন ফেয়ারে এবারই প্রথম কোনো বাংলাদেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড অংশ নিয়েছে।

পাঁচ দিনের এই মেলায় প্রদর্শিত হচ্ছে ওয়ালটন কারখানায় তৈরি রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রিচার্জেবল ফ্যান, ইলেকট্রিক সুইস, সকেট, ইন্ডাকশন কুকার, ব্লেন্ডার, এসিড লেড রিচার্জেবল ব্যাটারি ইত্যাদি।