English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১৭:১৬

রাজশাহীতে মুক্তিযোদ্ধা সন্তানদের শিক্ষাবৃত্তি দেন ভারত

অনলাইন ডেস্ক
রাজশাহীতে মুক্তিযোদ্ধা সন্তানদের শিক্ষাবৃত্তি দেন ভারত

রাজশাহী বিভাগের ৭৮ মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি দিয়েছে ভারত সরকার। শনিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় রাজশাহী শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহীর সহকারী ভারতীয় হাইকমিশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি মুক্তিযোদ্ধার সন্তানদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন।

এসময় তিনি বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এখন আগের চেয়ে অনেক ভালো হয়েছে। এসম্পর্ক আগামীতে আরও বৃদ্ধি পাবে। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কও সুদৃঢ় হয়েছে।

রাজশাহীর মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহীর ভারতীয় সহকারী হাইকমিশনার অভিজিৎ চট্টপাধ্যায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টা রজত হংস, কবি ও সাহিত্যিক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক প্রমুখ।