English Version
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৬ ১৭:০২

প্রাইম ব্যাংকের পরিশোধিত মূলধন ১০২৯ কোটি টাকা

অনলাইন ডেস্ক
প্রাইম ব্যাংকের পরিশোধিত মূলধন ১০২৯ কোটি টাকা

প্রাইম ব্যাংকের বর্তমান সম্পদের পরিমাণ ২৫ হাজার ২১৬ কোটি টাকা। ব্যাংকটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ২৯ কোটি ৩৪ লাখ টাকা। ১৯৯৫ সালে মাত্র ১০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে যাত্রা শুরু করেছিল ব্যাংকটি।

শনিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আহমেদ কামাল খান এ তথ্য জানান। ব্যাংকের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আহমেদ কামাল বলেন, ২০১৫ সাল শেষে ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৪৮৪ কোটি টাকা, আর বিনিয়েোগ করা হয়েছে ১৫ হাজার ১৮৬ কোটি টাকা। বর্তমানে ব্যাংকের ১৪৫টি শাখা আছে, এটিএম আছে ১৭০টি এবং মানি একচেঞ্জ আছে ৩টি।

তিনি বলেন, ব্যাংকের বর্তমান খেলাপি ঋণ ৭.৮৬ শতাংশ, যা পূর্ববর্তী বছরের চেয়ে একটু বেশি। গত দুই বছরে রাজনৈতিক অস্থিরতার কারণে এটি বেড়েছে। তাছাড়া খেলাপি ঋণ সংজ্ঞায়নে কিছু নীতিগত পরিবর্তন আনা হয়েছে। এর কারণে কিছুটা বেড়েছে বলে মনে হচ্ছে।

এমডি বলেন, খেলাপির ঋণ রাইট অফ করা হলেও আদায়ের চেষ্টা কিন্তু বন্ধ হয় না। যেমন, আমরা রাইট অফকৃত ঋণ থেকেও গত বছর ৩০ থেকে ৪০ কোটি টাকা আদায় করেছি।

এটিএম কার্ড জালিয়াতির ঘটনায় প্রাইম ব্যাংক আক্রান্ত না হলেও ভবিষ্যতে যাতে এ ধরনের সমস্যা না হয়, তার জন্য ব্যাংকটি আগাম প্রস্তুতি নিয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এ ধরনের আননোন ইভেন্ট মোকাবিলার জন্য একটি আবহ তৈরির মাধ্যমে আগে থেকেই কাজ করছি আমরা।

তিনি আরও বলেন, আইটি ও ডিজিটাল প্লাটফর্মকে ভিত্তি ধরে ভবিষ্যৎ ব্যাংকিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি আমরা।

এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, রাহেল আহমেদ, মো. তৌহিদুল আলম খান, আহমেদ শাহীন, সৈয়দ ফরিদুল ইসলামসহ অন্যান্য উর্ধতন নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।