English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৭:৪৩

অবরোধ প্রত্যাহার করেছেন পাটকল শ্রমিকরা

অনলাইন ডেস্ক
অবরোধ প্রত্যাহার করেছেন পাটকল শ্রমিকরা
তিন দিন রাজপথ-রেলপথ অবরোধের পর সরকারের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা।
 
বুধবার (১৩ এপ্রিল) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রমাণিক ও প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের খবর সাংবাদিকদের জানানো হয়।
 
পাটকল শ্রমিক ইউনিয়নের নেতাদের উপস্থিতিতে মির্জা আজম বলেন, আজ এই মুহূর্ত থেকে তারা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন। পরবর্তী কর্মদিবস থেকে তারা কাজে যোগ দেবেন। রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের বকেয়া আগামী ২৫ এপ্রিলের মধ্যে পরিশোধ করা হবে বলে জানান পাট প্রতিমন্ত্রী। বকেয়া মজুরি পরিশোধসহ পাঁচ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা গত ৫ এপ্রিল থেকে আন্দোলন করছিলেন। পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের ডাকে গত সোমবার অনির্দিষ্টকালের সকাল-সন্ধ্যা কর্মসূচি শুরুর পর ওইদিনই মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পাটকল করপোরেশনকে (বিজেএমসি) এক হাজার কোটি টাকা বরাদ্দের নির্দেশ দেন। ওই অর্থ দিয়ে সারাদেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মীদের বকেয়া পাওনা পরিশোধ করা হবে বলে সেদিন সাংবাদিকদের জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।