English Version
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৬ ১৬:০৫

আইসিএমএবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
আইসিএমএবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইসিএমএবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) ঢাকার নীলক্ষেতে আইসিএমএবি’র রুহুল কুদ্দুস অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিতাসহ সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়। এছাড়া আইসিএমএবি’র ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে সদস্যদের মাঝে মতবিনিময় হয়। সভায় সভাপতিত্ব করেন আইসিএমএবি’র প্রেসিডেন্ট আরিফ খান।

অনুষ্ঠানে ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী, সেক্রেটারি মো. আবদুর রহমান খান, ট্রেজারার অধ্যাপক ড. স্বপন কুমার বালা এবং ফেলো ও অ্যাসোসিয়েট সদস্যরা অংশগ্রহণ করেন।