English Version
আপডেট : ১২ এপ্রিল, ২০১৬ ১৬:৪৯

বিশ্বব্যাংকের ভিতরেই অবিশ্বাস

অনলাইন ডেস্ক
বিশ্বব্যাংকের ভিতরেই অবিশ্বাস

বিশ্বব্যাংক নিজেরাই নিজেদের বিশ্বাস করতে পারে না মন্তব্য করে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বিশ্বব্যাংকের পূর্বাভাস ঠিক নয়।

মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক ব্রিফিংএ তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, বিশ্বব্যাংক একেক সময় একেক রকম প্রতিবেদন দেয়। ‘সাউথ এশিয়ান স্প্রিং’ রিপোর্টে বিশ্বব্যাংক বলেছে- ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫.৬ শতাংশ। পরবর্তীতে সাউথ এশিয়ান স্প্রিং বৈঠক ২০১৫-তে বলা হলো ২০১৫ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.১ শতাংশ, কিন্তু প্রবৃদ্ধি আমাদের হিসেবে হয়েছিল ৬.৫৫ শতাংশ।”

মুস্তফা কামাল বলেন, ‘বিশ্বব্যাংক সেটি মেনে নিয়ে পরবর্তীতে বলেছে- ২০১৫ সালে প্রবৃদ্ধি ৬.৫ শতাংশ এবং ২০১৬ সালে প্রবৃদ্ধি হবে ৬.৩ শতাংশ।’

তিনি আরও বলেন, ‘গ্লোবাল প্রসপেকটাস ২০১৫ প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে- চলতি ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.৭ শতাংশ। শেষে আবার কমিয়ে এখন বলছে ৬.৩ শতাংশ। তাই তাদের প্রক্ষেপণ ঠিক নয়।’