English Version
আপডেট : ১১ এপ্রিল, ২০১৬ ১৬:৩৭

সিনিয়র সচিব হলেন ৪জন

অনলাইন ডেস্ক
সিনিয়র সচিব হলেন ৪জন

দেশের চার সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

পদোন্নতি দিয়ে ৪ সচিবকে আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সরকারের সিনিয়র সচিবের সংখ্যা এখন ১৪ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান সিনিয়র সচিব হয়েছেন। এছাড়া পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া ও জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. আব্দুর রব হাওলাদারকে সিনিয়র সচিব করা হয়েছে।

গত মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।