English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৬ ১৬:২৭

প্রবাসীদের চাকরির ওপর নিষেধাজ্ঞা সৌদির

অনলাইন ডেস্ক
প্রবাসীদের চাকরির ওপর নিষেধাজ্ঞা সৌদির

বেসরকারি খাতে মানবসম্পদ বিভাগে প্রবাসীদের চাকরির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে সৌদি আরব।

সৌদি শ্রম মন্ত্রণালয় মনে করছে, এ পদক্ষেপ তাদের দেশে অবৈধ বিদেশিদের হঠাতে কার্যকরী হবে। একইসঙ্গে প্রত্যেক সৌদির জন্য কর্মসংস্থান নিশ্চিত করবে। এ নিয়ে একটি খসড়া আইন প্রকাশ করেছে মন্ত্রণালয়। এ আইন পাশ হলে বেসরকারি খাতের মানবসম্পদ বিভাগে নতুন করে কোনো প্রবাসী কাজ করতে পারবে না।

খসড়া আইনে অবৈধ শ্রমিক প্রতি ২০ হাজার সৌদি রিয়েল পর্যন্ত জরিমানা আরোপ করার কথা বলা হয়েছে। খসড়া আইনটি শ্রম মন্ত্রণালয়ের পোর্টালে প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে এ সিদ্ধান্তের ব্যাপারে ব্যবসায়ী মহল ও সংশ্লিষ্টদের কাছ থেকে মতামত চাওয়া হয়েছে।