English Version
আপডেট : ৯ এপ্রিল, ২০১৬ ১৫:৫৫

আকিজ বিড়ির ১০ কারখানা খুলে দেওয়ার দাবি

অনলাইন ডেস্ক
আকিজ বিড়ির ১০ কারখানা খুলে দেওয়ার দাবি

 

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি হাবিবুল্লাহ বাচ্চু ও সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম দেশের বিভিন্ন অঞ্চলে আকিজ বিড়ির বন্ধ হওয়া ১০ কারখানা অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তারা এ দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, দেশের প্রচলিত শ্রম আইনের তোয়াক্কা না করে গত রোববার থেকে কোনো রকম আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ করে যশোর, রংপুর, পাবনা, বাগেরহাট ও কুষ্টিয়া জেলার  আকিজ গ্রুপের ১০ বিড়ি কারখানা বন্ধ করে দেওয়া হয়।

এতে প্রায় ৪০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।

অবিলম্বে বন্ধ কল-কারখানাগুলো খুলে সব শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার দাবি জানান এই দুই নেতা।