English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৯:৩০

অর্থ পেতে সময় লাগবে

অনলাইন ডেস্ক
অর্থ পেতে সময় লাগবে

 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরির ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে উদ্ধার হওয়া ৫৪ লাখ ৬০ হাজার ডলার ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে।

ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ ও সে দেশের মুদ্রাপাচার বিরোধী কাউন্সিলের (এএমএলসি) নির্বাহী পরিচালকের সঙ্গে কথা বলে এ তথ্য জানিয়েছে ফিলিপাইনের সোশ্যাল নিউজ নেটওয়ার্ক 'র‌্যাপলার'।

বুধবার (৬ এপ্রিল)  র‌্যাপলারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের ক্যাসিনো জাঙ্কেট অপারেটর কিম অং এএমএলসির কাছে এখন পর্যন্ত যে ৫৪ লাখ ৬০ হাজার ডলার জমা দিয়েছেন।

কিম অং এএমএলসির কাছে অর্থ ফেরত দেওয়ার পর এ নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ। তাৎক্ষণিকভাবে তিনি জানিয়েছিলেন, 'এটি একটি সঠিক পদক্ষেপ।' চুরি হওয়া অর্থের ৭ শতাংশ বাংলাদেশ সরকার গ্রহণ করেছে— এএমএলসির এমন একটি প্রাপ্তি স্বীকার রশিদে সই করার পরই অবশ্য এমন প্রতিক্রিয়া জানিয়েছিলেন গোমেজ। তবে অর্থ চুরির বিষয়ে গত মঙ্গলবার ফিলিপাইনের সিনেটের চতুর্থ শুনানির পরই বদলে যায় গোমেজের বক্তব্য। বৈঠক শেষে তিনি বলেন, 'তাহলে আমরা এখন কী করবো? আপনারা (এএমএলসি) আমাকে বলেছিলেন যে, আমাকে এখনই আসতে হবে।

আপনারা বলেছিলেন, আপনাকে এটা [প্রাপ্তি স্বীকার রশিদ] গ্রহণ করতে হবে। এবং এটাতে সই করতে হবে। আপনারা আমাদের জানিয়েছিলেন, প্রতিটি ডলার গুণতে আমাদের দুই দিন লাগবে। শুনানিতে তিনি উদ্ধার হওয়া ৫৪ লাখ ৬০ হাজার ডলার অবিলম্বে বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

এরপর বুধবার জন গোমেজ জানান, বুধবার পর্যন্ত তিনি উদ্ধার হওয়া ৫৪ লাখ ৬০ হাজার ডলার বুঝে পাননি। উদ্ধার হওয়া এই অর্থ একই দিনে বাংলাদেশ সরকারের কাছে ফেরত পাঠানোর আশা করছিলেন তিনি। তিনি র‌্যাপলারকে বলেন, অর্থ ফেরত পেতে কিছু সময় লাগবে। তবে প্রক্রিয়াটিকে দ্রুততর করতে আমরা এএমএলসির সঙ্গে কাজ করছি।