English Version
আপডেট : ৬ এপ্রিল, ২০১৬ ১৫:২৮

বিসিআইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএমএবি’র সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
বিসিআইসির চেয়ারম্যানের সঙ্গে আইসিএমএবি’র সাক্ষাৎ

 

দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) প্রেসিডেন্ট আরিফ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের সঙ্গে সাক্ষাৎ করছেন। মঙ্গলবার (৫ এপ্রিল) মোহাম্মদ ইকবালের বিসিআইসি কার্যালয়ে এ সাক্ষাত হয়।

আইসিএমবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিসিআইসি চেয়ারম্যানকে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, ব্যয় নিয়ন্ত্রণ এবং কর্মদক্ষতা মূল্যায়নে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকা সম্পর্কে অবহিত করেন আরিফ খান। পেশাগত বিষয়াদি আলোচনার পাশাপাশি আইসিএমএবি প্রেসিডেন্ট বিভিন্ন ব্যবস্থা প্রতিষ্ঠান এবং শিল্প কারখানাগুলো কীভাবে কস্ট অডিট দ্বারা উপকৃত হতে পারে, তা বিস্তারিত ব্যাখ্যা করেন।

এছাড়া কস্ট অডিট সংক্রান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে জারিকৃত সরকারি সিদ্ধান্তের আলোকে বিভিন্ন সার কারখানাগুলোতে কস্ট অডিট বাস্তবায়ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।

বিসিআইসি চেয়ারম্যান সরকারি সিদ্ধান্ত মোতাবেক ক্রমান্বয়ে কস্ট অডিট বাস্তবায়নের ব্যাপারে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন। এবং আইসিএমএবির সঙ্গে সহযাগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণের লক্ষ্যে যথাযথ গুরুত্ব আরোপ করেন।

তিনি বিসিআইসির অধীনস্থ রুগ্ন শিল্পগুলোকে লাভজনক করার ব্যাপারে আইসিএমএবির সহযোগিতা কামনা করেন।

আইসিএমএবি প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ইনস্টিটিউটের সচিব মো আবদুর রহমান খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. স্বপন কুমার বালা, কাউন্সিল সদস্য ও সাবেক প্রেসিডেন্ট এম আবুল কালাম মজুমদার, মোহাম্মদ সেলিম এবং বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।