English Version
আপডেট : ৫ এপ্রিল, ২০১৬ ১৬:২০

মূল্যস্ফীতি সামান্য বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
মূল্যস্ফীতি সামান্য বেড়েছে

 

বিদায়ী মার্চ মাসে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় সামান্য বেড়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫.৬৫ শতাংশে। যা এর আগের মাসে (ফেব্রুয়ারি) ছিল ৫.৬২ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব তারিকুল ইসলাম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা।

পরিকল্পনামন্ত্রী বলেন, মূল্যস্ফীতি বেড়েছে কারণ জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। এটুকু মূল্যস্ফীতি থাকবে। কেননা, উদীয়মান অর্থনীতির দেশে মূল্যস্ফীতি একেবারেই কমানো যাচ্ছে না।

তিনি বলেন, মার্চে খাদ্য পণ্যেও মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩.৮৯ শতাংশে। যা এর আগের মাসে ছিল ৩.৭৭ শতাংশ। খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি কমেছে। এ খাতে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.৩৬ শতাংশে। যা তার আগের মাসে ছিল ৮.৪৬ শতাংশ।

গ্রামে মার্চে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৪.৭৯ শতাংশে। যা তার আগের মাসে ছিল ৪.৭৬ শতাংশ। গ্রামে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩.১৫ শতাংশে। যা তার আগের মাসে ছিল ৩.০৪ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মুল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭.৮২ শতাংশে। যা তার আগের মাসে ছিল ৭.৯৭ শতাংশ।

শহরে মার্চে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৭.২৭ শতাংশে। যা এর আগের মাসে ছিল ৭.২২ শতাংশ। শহরে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫.৬১ শতাংশে। যা এর আগের মাসে ছিল ৫.৪৮ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কমে দাড়িয়েছে ৯.১২ শতাংশে। যা তার আগের মাসে ছিল ৯.১৪ শতাংশ।