English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৮:৫৬

ভ্যাটের দিকে জোর দিচ্ছি

নিজস্ব প্রতিবেদক
ভ্যাটের দিকে জোর দিচ্ছি

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আমরা ট্যাক্সের চাইতে ভ্যাটের দিকে জোর দিচ্ছি বেশি। দামি গাড়ি, বিলাসবহুল পণ্য কিনতে হলে বেশি করে ভ্যাট দিতে হবে।

আজ রোববার দুপুরে গুলশানের একটি হোটেলে ‘সমৃদ্ধির পথে অগ্রযাত্রা: দায়িত্বপূর্ণ করপোরেট কর ব্যবস্থা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে অতিথির বক্তব্য অর্থপ্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অ্যাকশন এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক্সিকিউটিভ চেয়ারপারসন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, ডেনমার্ক দূতাবাসের ডেভলপমেন্ট কাউন্সিলর পিটার ভোগস জনসন। অনুষ্ঠান সঞ্চলনা করেন, অ্যাকশন এইড বাংলাদেশের আবাসিক প্রতিনিধি (কান্ট্রি ডিরেক্টর) ফারাহ্ কবির।

এম এ মান্নান বলেন, বিধিবদ্ধ সমাজে বসবাস করতে হলে ট্যাক্স দিতেই হবে। পৃথিবীর কেউ ট্যাক্স না দিয়ে থাকতে পারেন না। করপোরেট ট্যাক্স নিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য করপোরেট ট্যাক্সে চাপ দেওয়া কঠিন।

সভাপতির বক্তব্যে এম হাফিজ উদ্দিন বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য বিনিয়োগ দরকার। কিন্তু সেই সঙ্গে কর ন্যায্যতাও নিশ্চিত করতে হবে। আমাদের এখানে কর ন্যায্যতার বড় অভাব। যার কাছে যে পরিমাণ কর আদায় করার দরকার তা হচ্ছে না। আবার যারা দিচ্ছেন তাদের ওপর পুনরায় কর বৃদ্ধি করা হচ্ছে।

‘নতুন করে কর নেটওয়ার্ক বৃদ্ধি না করে নির্দিষ্ট ব্যক্তিদের ওপর করের অংক বাড়ানো হয়,’ মত দেন হাফিজ উদ্দিন।

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ বলেন, আমাদের জিডিপির মাত্র ১১ শতাংশ ট্যাক্স থেকে আসে। এর আওতা ১৬-১৭ শতাংশ হওয়া উচিত। এমনটা না হওয়াতেই প্রতি অর্থবছরে বাজেটে ৫ শতাংশ ঘাটতি থেকে যায়। এজন্য কর নেটওয়ার্ক বাড়াতে সামাজিক আন্দোলন করতে হবে।