English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৫:১২

ব্যাংকিং কমিশন গঠন হচ্ছে না

নিজস্ব প্রতিবেদক
ব্যাংকিং কমিশন গঠন হচ্ছে না

 

ব্যাংকিং কমিশন আপাতত গঠন করা হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার সচিবালয়ে ‘ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম’ (ইআরএফ)-এর সঙ্গে এক প্রাক-বাজেট মতবিনিময় সভায় তিনি একথা জানান।

ব্যাংকিং কমিশন গঠন না করার কারণ হিসেবে মতবিনিময় সভায় অর্থমন্ত্রী বলেন, বিশেষ করে ব্যাংকিং খাতে অনেকগুলো ঘটনা-টটনা ঘটে গেছে, সেখানে যেসব ইনকোয়ারি হচ্ছে, সেগুলো লিমিটেড ইনকোয়ারি। এটার ফল-টল দেখা দরকার।

তারপর ঠিক করা যাবে- ব্যাংকিং কমিশন করার প্রয়োজন কি আছে বা থাকলে কীভাবে সেটাকে কাস্ট করা যায়।

তিনি আরও বলেন, অনেক হৈ চৈ করে ‘ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট’ পাস করলাম। কিন্তু এখন পর্যন্ত  ফাইনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট কাউন্সিল গঠন করা সম্ভব হয়নি। তবে আগামী বছর এটা বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।