English Version
আপডেট : ৩ এপ্রিল, ২০১৬ ১৪:৩৯

অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০ শতাংশই এসএমই

নিজস্ব প্রতিবেদক
অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০ শতাংশই এসএমই

 

এসএমই খাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ৭০ শতাংশই নিয়ন্ত্রণ করে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

রোববার জাতীয় এসএমই মেলা-২০১৬ এবং জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকাল ১১টায় এ মেলার উদ্বোধন করা হয়। মেলা চলবে ৭ এপ্রিল পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশ মূল্য নেই।

তিনি বলেন, শিল্প কর্মসংস্থানের ক্ষেত্রেও এর বিরাট অবদান রয়েছে। মোট শিল্প কর্মসংস্থানের শতকরা প্রায় ৮০ থেকে ৮৫ ভাগ সৃষ্টি হচ্ছে এ খাত থেকে। এসএমই খাত মোট অভ্যন্তরীণ উৎপাদনের শতকরা ৩০ থেকে ৩৫ ভাগ যোগান দিয়ে থাকে। অর্থনীতির এ সব কর্ম সূচক বিবেচনা করলে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে এসএমই খাতের অবদান সহজে অনুমান করা যায়।

বিশেষ অতিথির বক্তব্যে এমএ মান্নান বলেন, ‘ব্যবসা বাণিজ্যের রক্তই হচ্ছে পুঁজি। তাই পুঁজি সরবরাহ না করে শুধু প্রশিক্ষণ বা অন্য কিছুর মাধ্যমে সুফল মিলবে না। এ সরকার পরিবর্তনের সরকার, নতুন ধরনের সরকার। সরকার সব কিছু উলট-পালট করে নতুন করে গড়ে তুলতে কাজ করছে।’

আবদুল মাতলুব বলেন, ‘এসএমই ফাউন্ডেশনকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। এ ছাড়া এসএমই উদ্যোক্তাদের ব্যাংক ঋণসহ সব ধরনের সহযোগিতা দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের সভাপতি কে এম হাবিব উল্লাহ এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলাম।

এবারের এসএমই উদ্যোক্তা পুস্ককারপ্রাপ্তরা হলেন—বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা হিসেবে স্মার্ট লেদার প্রোডাক্টের মালিক মাসুদা ইয়াসমিন উর্মি ও সাজু ইন্টারন্যাশনাল ট্রেডিং কোম্পানির মালিক লুৎফর রহমান। ক্ষুদ্র নারী উদ্যোক্তা তাজনুন ফুড প্রোডাক্টের মালিক সুলতানা নূরজাহান ও কেপিসি ইন্ডাস্ট্রিজের মালিক কাজী সাজিদুর রহমান। বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা পুরস্কার পেয়েছেন এটিএম শামসুজ্জামান।