English Version
আপডেট : ২ এপ্রিল, ২০১৬ ১৯:১৬

জুয়ারিদের টাকার উৎস নিয়ে প্রশ্ন করা যাবেনা: কিম অং

নিজস্ব প্রতিবেদক
জুয়ারিদের টাকার উৎস নিয়ে প্রশ্ন করা যাবেনা: কিম অং
জুয়ার টেবিলে বাজিকরদের টাকার উৎস সম্পর্কে কোনো প্রশ্ন করা যাবে না এমন নিয়মেই ফিলিপিন্সে ক্যাসিনোয় জুয়া চলে।
 
চীনা বংশোদ্ভূত জাঙ্কেট অপারেটর  কিম অং রয়র্টাসকে একথা জানিয়েছন।
 
কিম অং এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির টাকা থেকে পাওয়া ৪৬ লাখ ডলার ফেরত দিয়েছেন। ফিলিপিন্সে জাঙ্কেট অপারেটর হিসেবে বড় বড় জুয়াড়িকে অর্থ ধার দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্যাসিনোয় তাদের গ্যারান্টার হওয়া এবং থাকা, ভ্রমণসহ নানা ধরনের সেবা দিয়ে থাকেন কিম অং। গত সপ্তাহে রিজার্ভ চুরির ঘটনায় ফিলিপিন্সের সিনেট কমিটির শুনানিতে দুইজনের নাম বলেছেন অং।
 
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম অং বলেন, বিত্তশালী জুয়াড়িদের সঙ্গে লেনদেনের সবসময় দুটি বিশেষ নিয়ম মানতে হয়, যে কোনো সময় জুয়াড়িদের টাকা বের করতে বলা যাবে, কিন্তু জিজ্ঞেস করা যাবে না সেই টাকা কোত্থেকে এসেছে। কিম অং বলেন, ক্যাসিনোয় আমরা সবসময় বলি, ‘কথা বলার আগে টাকা বের করো’। ক্যাসিনোয় টাকার উৎস সম্পর্কে জানতে চাওয়া অসম্মানজনক জানিয়ে অং বলেন, বিষয়টি জানতে চাইবেন না, চাওয়াটা অসম্মানজনক। সিনেটের শুনানিতে চীনা বংশোদ্ভূত এই ব্যবসায়ী দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তিনি কোনোভাবে জড়িত নন।