English Version
আপডেট : ২ এপ্রিল, ২০১৬ ০৮:১৫

ব্যাংক এশিয়ার বুথ সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ব্যাংক এশিয়ার বুথ সেবা বন্ধ

ব্যাংক এশিয়ার এটিএম বুথের নেটওয়ার্ক ব্যবস্থা বন্ধ। এতে বিড়ম্বনায় পড়েছে ব্যাংকটির লাখ লাখ গ্রাহক। বিনা নোটিশে এটিএম বুথ সেবা ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন গ্রাহক। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, হঠাৎ করে সার্ভার ডাউন হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

জানা যায়, বেসরকারি খাতের ব্যাংক এশিয়ার দেশজুড়ে ১১১ শাখা রয়েছে। এসব শাখার গ্রাহকদের ১০৮টি এটিএম বুথের মাধ্যমে ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা প্রদান করা হয়।

বৃহস্পতিবার রাত থেকে কার্যত ব্যাংকের এটিএম সেবা বন্ধ হয়ে যায়, যা শনিবার সকাল পর্যন্ত চলবে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

দীর্ঘ সময় ধরে এটিএম সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে দেখা গেছে ব্যাংকটির লাখ লাখ গ্রাহক।