English Version
আপডেট : ৩১ মার্চ, ২০১৬ ১৮:৩৬

দুই ডেপুটি গভর্নরকে তলব

নিজস্ব প্রতিবেদক
দুই ডেপুটি গভর্নরকে তলব

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক দুই ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে তলব করেছে দ্বায়িত্বপ্রাপ্ত তদন্ত কমিটি।

সাবেক গভর্নর ফরাস উদ্দিনের নেতৃত্বের এ কমিটি আজ সাবেক দুই ডেপুটি গভর্নরকে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় ব্যাংকে ডাকে। সেখানে তাদের বেলা তিনটা থেকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। তবে আলোচনা কিছু এখনও যায়নি।

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ফরাস উদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। একই ঘটনায় ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা ও আবুল কাশেমকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা লুটের ঘটনায় আজ গভর্নরের পদ থেকে সরে দাঁড়ান ড. আতিউর রহমান।