English Version
আপডেট : ২৭ মার্চ, ২০১৬ ১৯:৩২

চুরির অর্থ উদ্ধারে গভর্নরের চিঠি

নিজস্ব প্রতিবেদক
চুরির অর্থ উদ্ধারে গভর্নরের চিঠি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সহযোগিতা চেয়ে জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ‍ও অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিলের প্রধানকে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মহাব্যবস্থাপকদের চিঠি দিয়েছেন গভর্নর।

রোববার সাংবাদিকদের ব্রিফিংকালে মুখপাত্র শুভঙ্কর সাহা এ তথ্য জানান।

শুভঙ্কর সাহা বলেন, রিজার্ভের অর্থ উদ্ধারের সহযোগিতা চেয়ে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে পত্র দেওয়া হয়েছে এ বিষয়ে দেশের পক্ষে রোল প্লে করার জন্য। একইভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নেন্সের চেয়ারম্যানের কাছে সহযোগিতা চেয়ে পত্র দেওয়া হয়েছে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ‍ও অ্যান্টি-মানি লন্ডারিং কাউন্সিলের প্রধানকেও সহযোগিতা চেয়ে গভর্নর পত্র দিয়েছেন। পাশাপাশি ফোন করেছেন ও চেষ্টা অব্যাহত আছে।

কখন এবং চিঠিতে কী বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, খুব সম্প্রতি এ চিঠি পাঠানো হয়েছে। অর্থ আদায়ের জন্য যেভাবে চিঠি দেওয়া দরকার, একটি কার্যকর প্রক্রিয়া গ্রহণের জন্য যেভাবে বলা দরকার সেভাবেই পত্র দেওয়া হয়েছে।

তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, অভ্যন্তরীণ ও সরকারের গঠিত কমিটির তদন্ত অব্যাহত আছে।

তিনি আরও বলেন, এফআরবি নিউইয়র্কে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান ক্যারেলিন বি লেলোনি ইতোমধ্যে কী প্রক্রিয়ায় এবং কোন পদ্ধতিতে এ রকম একটি ঘটনা ঘটল সে ব্যাখ্যাটি চেয়েছেন।