English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১৪:১০

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে সিআইডির বৈঠক

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে সিআইডির বৈঠক

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন সিআইডির ৮ সদস্যের একটি দল। কেন্দ্রীয় ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনা তদন্তের অংশ হিসেবে এ বৈঠক বলে জানিয়েছে সিআইডি সূত্র।  

আজ বৃহস্পতিবার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) মির্জা আব্দুল্লাহেল বাকী।

তিনি জানান, বিকেল ৪টায় বৈঠক করছি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে। তাদের সঙ্গে আলোচনা করছি। বিষয়টি নিয়ে কথা বলছি।

গত মঙ্গলবার (১৫ মার্চ) যুক্তরাষ্ট্রের ব্যাংকে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের ৮০০ কোটি টাকা চুরির ঘটনায় রাজধানীর মতিঝিল থানায় মামলা করে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

পরে তদন্তের প্রথম দিনে বুধবার (১৬ মার্চ) বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে দিনভর তথ্য সংগ্রহ করে তদন্তকারী সংস্থাটি। সম্প্রতি নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০০ মিলিয়ন ডলার বা প্রায় ৮০০ কোটি টাকা চুরি হয়।

পরে জানা যায়, এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরবিসি ব্যাংকের একটি শাখার ৫টি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে। এ অর্থ পরে ফিলিপাইনের তিনটি ক্যাসিনো হয়ে হংকং-এ চলে গেছে।