English Version
আপডেট : ১৭ মার্চ, ২০১৬ ১১:৪৮

‘অর্থচুরির ঘটনা তদন্ত করে বের করাই আমার প্রথম কাজ’

নিজস্ব প্রতিবেদক
‘অর্থচুরির ঘটনা তদন্ত করে বের করাই আমার প্রথম কাজ’

অর্থচুরির ঘটনা তদন্তের মাধ্যমে বের করাই হবে আমার প্রথম কাজ। তাছাড়া কোনো ড্যামেজ রিপেয়ার করার দরকার আছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। নবনিযুক্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির  বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন।   ফজলে কবির বলেন, সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে আস্থা রেখে আমাকে এই দায়িত্ব দিয়েছেন তা প্রতিপালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।   নতুন গভর্নর হিসেবে তার প্রথম মিশন কি হবে তা জানতে চাইলে তিনি বলেন, অর্থচুরির ঘটনা তদন্তের মাধ্যমে বের করাই হবে প্রথম কাজ। তদন্ত কমিটি হয়েছে, ধীর ধীরে রিপোর্টে আসবে। ইতোমধ্যে যে বিপর্যয় হয়ে গেছে, সেজন্য কোনো ড্যামেজ রিপেয়ার করার দরকার আছে কি না সেদিকে লক্ষ্য রাখা হবে। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেদিক আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।