English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ২০:৪০

রিজার্ভ অর্থ লোপাট: বাংলাদেশ ব্যাংকের মামলা

অনলাইন ডেস্ক
রিজার্ভ অর্থ লোপাট: বাংলাদেশ ব্যাংকের মামলা

হ্যাকিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় মামলা করেছে কেন্দ্রীয় ব্যাংক। মুদ্রা পাচার প্রতিরোধ আইন ও তথ্যপ্রযুক্তি আইনে মতিঝিল থানায় করা এই মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।   আজ মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টিং অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক যুবায়ের বিন হুদা বাদী হয়ে এই মামলা করেন।   ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ কমিশনার আনোয়ার হোসেন এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।