English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১৯:২০

বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ব্যাংকের ২ ডেপুটি গভর্নরকে অব্যাহতি

রিজার্ভ ৮০০ কোটি টাকা লোপাটের ঘটনায় তোপের মুখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের পদত্যাগের পর অব্যাহতি দেয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের দুই ডেপুটি গভর্নরকে।

অব্যাহতি দেয়া দুই গভর্নর হলেন, ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম ও ডেপুটি গভর্নর বেগম নাজনীন সুলতানা।

আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান। সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘টু আর গন। তাঁদের জায়গায় নতুন ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হবে।’

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাবেক গভর্নর ড. আতিউর রহমানের পদত্যাগপত্র জামা দেয়ার পর বাংলাদেশ ব্যাংকের অন্তর্বর্তীকালীন গভর্নর হিসেবে দায়িত্ব দেয়া হয়েছিল ব্যাংকটির ডেপুটি গভর্নর-১ মো. আবুল কাসেম। অপরদিকে নাজনীন সুলতানা বাংলাদেশ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর। এরআগে তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করেছিলেন।

অপরদিকে নিউইয়র্কে অবস্থানরত সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবীরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়া হয়েছে। আগামী  ১৮ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।