English Version
আপডেট : ১৫ মার্চ, ২০১৬ ১৫:৩৯

কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবীর

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর ফজলে কবীর
সোনালী ব্যাংকের চেয়ারম্যান ফজলে কবীরকে  বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ দেয়া হয়েছে। তিনি সদ্য পদত্যাগকারী গভর্নর ড. আতিউর রহমানের স্থলাভিষিক্ত হলেন। দেশে ফেরার পর তিনি গভর্নরের দায়িত্ব বুঝে নেবেন।
 
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এমন তথ্য দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, সব ঠিক হয়ে গেছে। ফজলে কবির বর্তমানে সোনালী ব্যাংকের চেয়ারম্যান। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। ১৮ মার্চ তাঁর দেশে ফেরার কথা। তিনি দেশে ফেরার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তিনি এ পদে নিয়োগ পাবেন। অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে গভর্নরের দায়িত্ব বুঝে নেওয়ার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এম আবুল কাশেম।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে, ড. আতিউর রহমান পদত্যাগ করায় পদাধিকার বলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করবেন ডেপুটি গভর্নর এম আবুল কাশেম।

 
এদিকে, রিজার্ভ থেকে টাকা চুরির ঘটনায় তোপের মুখে থাকা আতিউর রহমান মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে গভর্নরের পদ থেকে পদত্যাগ করেছেন। তাই বাংলাদেশ ব্যাংকের পরিচালনা বিধি অনুযায়ী পদাধিকার বলে ডেপুটি গভর্নর আবুল কাশেম ভারপ্রাপ্ত গভর্নরের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। নতুন গভর্নর নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি অন্তর্বর্তীকালীন গভর্নর হিসেবে দায়িত্ব পালন করবেন।
 
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন সদ্য পদত্যাগী ড. আতিউরি রহমান। এর আগে তিনি তার বাসায় কয়েকজন সাংবাদিককে ডেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান। তবে তার পদত্যাগের সংবাদটি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম।