English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১৭:২০

গভর্নরকে জরুরি তলব অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
গভর্নরকে জরুরি তলব অর্থমন্ত্রীর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানকে জরুরি তলব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ভারত থেকে দেশে ফেরার পর বিমানবন্দর থেকে সরাসরি তাকে অর্থ মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়েছে।

ড. আতিউর রহমানের জন্য অপেক্ষা করছেন জানিয়েছে অর্থমন্ত্রী বলেছেন, 'তিনি (আতিউর রহমান) ফিরলে বাংলাদেশ ব্যাংকে কিছু পরিবর্তন আনা হবে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একান্তে কথা বলেন অর্থমন্ত্রী। এরপরই গভর্নরকে তলব করেন তিনি।

বৈঠকের পর সাংবাদিকদের মুহিত জানান, রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকে কিছু পরিবর্তন আসবে। তিনি বলেন, 'ডেফিনেটলি দেয়ার উড বি চেঞ্জেস। এত বড় একটা সিরিয়াস ব্যাপার। আই টেক ইট ভেরি সিরিয়াসলি। 

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর রিজার্ভ চুরির বিষয়ে সিদ্ধান্ত নিতে গর্ভনর আতিউর রহমানের জন্য অপেক্ষা করছেন। 'আই অ্যাম ওয়েটিং ফর আতিউর। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করব বলেছিলাম, আলোচনা আমার হয়ে গেছে। তবে গর্ভনরের সঙ্গে কখন কথা বলবেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, 'সেটা আজও হতে পারে, কালও (মঙ্গলবার) হতে পারে।

কারণ সে কখন আসবে-তার কোনো ঠিক নাই।' গভর্নর ড. আতিউর রহমান চার দিনের ভারত সফর শেষে সোমবার বিকালে দেশে ফিরবেন বলে জানিয়েছেন গভর্নর সচিবালয়ের মহাব্যবস্থাপক এ এফ এম আসাদুজ্জামান। তবে দেশে ফেরার পর বিকালে অর্থমন্ত্রীর সঙ্গে গর্ভনরের বৈঠক হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিকালে বৈঠক আছে কি না সে ব্যাপারে কিছু জানি না।