English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১৫:০৮

গভর্নরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ

নিজস্ব প্রতিবেদক
গভর্নরের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ

রিজার্ভের অর্থ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নালিশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এ নালিশ করেন অর্থমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত এক মন্ত্রী জানান, বৈঠকের শুরুতে রাগান্বিত অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রিজার্ভের অর্থ চুরির বিষয়টি উত্থাপন করেন।

এসময়ে অর্থমন্ত্রী বলেন, অর্থ চুরির বিষয়টি বাংলাদেশ ব্যাংকের কেউ আমাকে জানায়নি। এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আমার মিটিংও হয়। তারপরও তারা আমাকে কিছুই জানায়নি।

তিনি  আরও বলেন, এতোটা স্পর্ধা পেলেন কোথা থেকে। এতবড় একটি ঘটনা ঘটে গেল তবুও তিনি আমাদেরকে জানানোর প্রয়োজন বোধ করলেন না। এ ব্যাপারে অবশ্যই একটি বিহিত হতে হবে।

গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে লেনদেনের সুইফট কোড জালিয়াতির মাধ্যমে বাংলাদেশের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার (প্রায় ৮০০ কোটি টাকা) চুরি হয়ে চলে যায় শ্রীলঙ্কা ও ফিলিপাইনে। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও ব্যাংকিং সচিব এম আসলাম আলম তা জানতে পারেন মার্চের প্রথম সপ্তাহে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি সম্মেলনে অংশ নিতে গত ১০ মার্চ ভারত যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। সোমবার (১৪ মার্চ) তার দেশে ফেরার কথা রয়েছে।