English Version
আপডেট : ১৪ মার্চ, ২০১৬ ১৩:৫৯

বাংলাদেশ ব্যাংকে দুই পরিচালক নিয়োগ

অনলাইন ডেস্ক
বাংলাদেশ ব্যাংকে দুই পরিচালক নিয়োগ

 কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে দুই জন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার। এরা হলেন- ড. জামাল উদ্দিন আহমেদ এবং ড. রুশিদান ইসলাম রহমান।

অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রোববার এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

জানা যায়, গত ১০ মার্চ বাংলাদেশ ব্যাংক পরিচালনা পর্ষদের সদস্য ড. সাদিক আহমেদ, ড. মুস্তফা কে মুজেরী, অধ্যাপক সনত্ কুমার সাহা ও অধ্যাপক হান্নানা বেগমের মেয়াদ শেষ হয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে গতকাল দুজন নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই আরো দুজন পরিচালক নিয়োগ দেয়া হবে।

উভয় পরিচালককেই তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ (রাষ্ট্রপতির ১৯৭২ সনের ১২৭ নং অর্ডার)-এর ৯(৩)(সি) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নিয়োগ দেওয়া হয়েছে।